০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:১১ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় যারা জড়িত তাদের ‘দ্রুত অগ্রসর’ হওয়ার আহবান জানিয়েছেন।হামাস ও ইসরাইলের মধ্যকার পরোক্ষ শান্তি আলোচনার মধ্যস্থতাকারীদের সোমবারই মিশরে বৈঠকে বসার কথা। যুক্তরাষ্ট্রের ২০-দফার শান্তি পরিকল্পনার মধ্যে জিম্মিদের মুক্তি ও গাজার শাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে ছেড়ে দেয়ার মতো কিছু অংশ হামাস গ্রহণ করার পর এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে হামাসের প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণ এবং গাজা শাসনে ভবিষ্যতে তাদের কোনো ভূমিকা না থাকার দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় আলোচনাকে খুবই সফল উল্লেখ করে ট্রাম্প লিখেছেন: ‘আমাকে বলা হয়েছে প্রথম ধাপ চলতি সপ্তাহেই শেষ হওয়া দরকার এবং আমি সবাইকে বলেছি দ্রুত এগিয়ে যেতে’। তিনি বলেছেন ‘সময়টাই মূল বিষয় নাহলে ব্যাপক...