বার্সেলোনা ও ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের অনুমোদন দিয়েছে উয়েফা। অনিচ্ছা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা। উয়েফা সোমবার এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, এসব ক্ষেত্রে পর্যালোচনাধীন থাকা ফিফার কাঠামো পর্যাপ্ত স্পষ্ট নয় এবং সেখানে বিশদ বিবরণ নেই। একই সঙ্গে উয়েফা বলেছে, নীতিগতভাবে নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করে তারা। কোমোর বিপক্ষে এসি মিলানের সেরি আর ম্যাচ নিয়েও একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এই ম্যাচটি অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের পরিকল্পনা রয়েছে। গত মাসে উয়েফা বলেছিল, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শকসহ সকল অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে তারা। ইউরোপজুড়ে সমর্থক গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মধ্যেই এই সিদ্ধান্ত নিল উয়েফা। এই ম্যাচগুলো বিদেশে আয়োজনের জন্য এখন ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। আগামী ডিসেম্বরে...