বেনাপোল কাস্টমস হাউজে ঘুষের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও কর্মীকে আটক করেছে দুদক। এই টাকার সঙ্গে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক এনজিও কর্মী হাসিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। হাসিবুর বেনাপোল পোর্ট থানার রাজবাড়ি গ্রামের নাজমুল ইসলামের। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। রাত ৯টার দিকে যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন বলেন, ‘কাস্টমসে কতিপয় কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনে তিন লাখ টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। আটক হাসিবুর স্বীকার করেন এই টাকাগুলো বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তারের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টমস হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করা...