নতুন করে বিসিবি সভাপতি হয়ে রাতেই পাঁচ তারকা হোটেলে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। হাসিমুখে সামনের চার বছর কীভাবে চালাবেন তারও ইঙ্গিত দিয়েছেন। দুই সহসভাপতিকে পাশে রেখে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বললেন, ‘এটাকে একটা জার্নির অংশ করে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি। হয়তো শর্ট টার্মের জন্য এসেছিলাম, স্বল্প মেয়াদে থাকাটাই সব সময় পরিকল্পনা ছিল। কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম এবং সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোভটা আমি ছাড়তে পারিনি। সেই লক্ষ্যেই রয়ে গেছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি।’ দীর্ঘমেয়াদি সভাপতির দায়িত্ব নেওয়ার পর জীবন-জীবিকার ব্যাপারটি নিয়ে এখন আর ভাবছেন না বুলবুল। তিনি বলেন, ‘চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, ওই চাকরির ব্যাপারে এখন আর চিন্তা...