খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন সামনে রেখে দেশের গার্মেন্টস খাত চাঙা হয়ে উঠছে। ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য ক্রেতাদেশ থেকে বিপুল পরিমাণ অর্ডার আসায় নতুন পোশাক বানাতে ব্যস্ত সময় পার করছে কারখানাগুলো। ইংরেজি নববর্ষ ও সামনে রেখেও তৈরি পোশাকের বাড়তি চাহিদা তৈরি হয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপের সুবিধায় বাড়তি অর্ডার পাচ্ছেন রপ্তানিকারকরা। সবমিলিয়ে গার্মেন্টস খাত এখন জমজমাট। এ শিল্পের উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক সংকটের এই সময় নানা রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে পোশাকখাত। গ্যাস, বিদ্যুৎতের নিরবচ্ছিন্ন সরবরাহ, বন্দর চার্জ কমানো ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো হলে এ খাতের প্রবৃদ্ধি আরও বাড়বে। এ জন্য নীতিগত সহায়তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা।জানা গেছে, পশ্চিমা বিশ্বে শরৎ ও শীতকাল, বড়দিন, ইংরেজি নববর্ষ এবং থ্যাঙ্কস গিভিং ডে’ পোশাক বিক্রির প্রধান মৌসুম। এ সময়টাতে স্থানীয়...