গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলার কনসায়েন্স জাহাজে শহিদুল আলমসহ গণমাধ্যমকর্মীরা গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের ওপর ভয়ংকর নির্যাতন চালিয়েছে ইসরাইল। দেশটির সৈন্যদের কব্জা থেকে ছাড়া পাওয়া কয়েকজন তাদের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। সম্প্রতি ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছার পর কয়েকজন যাত্রী বলেন, আটক অবস্থায় ইসরাইলি নিরাপত্তারক্ষীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে এসব অধিকারকর্মীকে আটক করা হয়।তবে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে গ্রেটা থুনবার্গকে। এক মানবাধিকার কর্মী বলেন, গ্রেটাকে প্রথমে পানিই দেওয়া হয়নি। তার অবস্থা বেগতিক হলে সামান্য পানি দেওয়া হয়। এরপর ছারপোকাপূর্ণ জায়গায় বসতে দেওয়া হয়। তিনি বারবার দুর্ব্যবহারের শিকার হন। শক্ত জায়গায় ঘণ্টার পর ঘণ্টা গ্রেটাকে বসিয়ে রাখা হয়।অধিকারকর্মীরা বলেন, আটকের পর তাদের হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা...