রাজধানীর লালবাগ এলাকায় রাস্তা দখল করে দোকান বসানো এবং মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনায় সাতজনকে কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা দীর্ঘ ৮–১০ বছর ধরে লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তার ওপর সবজি, মাছ, মুরগি ও অন্যান্য পণ্য বিক্রির দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিলেন। পুলিশের একাধিকবারের সতর্কতা, জরিমানা ও উচ্ছেদ অভিযান সত্ত্বেও তারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা পুলিশ গত ৫ অক্টোবর রাতে রাস্তা দখলের অভিযোগে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে সোমবার (৬ অক্টোবর) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া, একই আদালতে কোতোয়ালী থানা পুলিশের...