রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে প্রত্যাহার করা হয়েছে।সেনাবাহিনীর এই কর্মকর্তাকে প্রত্যাহার করে সোমবার (৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেষণে রাষ্ট্রদূত পদে নিয়োগ পাওয়া এই কর্মকর্তার চাকরি এখন থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী-লীগ সরকারের পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের আপন ছোট ভাই। জুলাই-আগস্ট আওয়ামী-লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় তিনি আনসার বাহিনীর প্রধান ছিলেন। এ সময় ছাত্র-জনতার আন্দোলনে আনসার কর্মকর্তা ও সদস্যরা গুলি চালায়। অভিযোগ রয়েছে যার নির্দেশ দিয়েছিলেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে প্রত্যাহার করা হয়েছে। সেনাবাহিনীর এই কর্মকর্তাকে প্রত্যাহার করে সোমবার (৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে,...