সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করা একটি যানবাহনকে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় সর্বমোট ৪৮টি স্থানে। তার মধ্যে ১৩টি ইউটার্ন রয়েছে। দাউদকান্দি ব্রিজে ওঠার আগে পশ্চিম প্রান্তে বাউশিয়া পাখির মোড়ে প্রথম ইউটার্নটির অবস্থান। তার মাত্র নয় কিলোমিটার পরই মানাবে পার্কের সামনে আরেকটি ইউটার্ন রয়েছে। কিছুদূর এগোলেই বাউশিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কের (ইপিআই) সামনে এবং ভবেরচর আলিফ কাচ্চি হোটেলের সামনে আরো দুটি ইউটার্ন...