কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, তিনি সোমবার (৬ অক্টোবর) দায়িত্বভার গ্রহণ করে তার প্রথম কর্মদিবস শুরু করেছেন। শামীম আহসানের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন ১৭তম বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের কর্মকর্তা মঞ্জুরুল করিম। ১৯৯৮ সালে কূটনৈতিক সেবায় যোগদানের পর মঞ্জুরুল করিম মিয়ানমার, ইরানসহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইস্তাম্বুল, লন্ডন, রোম এবং বন্দর সেরি বেগাওয়ান মিশনেও দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব...