ইন্দোরের গরম বিকেলে দক্ষিণ আফ্রিকার হয়ে এক ঠাণ্ডা মাথার ঝড় তুললেন তাজমিন ব্রিটস। ৩৪ বছর বয়সেও যেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এই ব্যাটার খেললেন এক অনবদ্য ইনিংস, ৮৭ বলে ১০১ রানের ঝলমলে সেঞ্চুরি। যা শুধু জয় এনে দেয়নি, ইতিহাসও লিখে দিয়েছে নতুন করে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রিটস ও লুইসের ব্যাটে ভর করে ৪০.৫ ওভারে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা নারী দল। এটি ছিল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এর সপ্তম ম্যাচ। কিন্তু তাজমিন ব্রিটসের ইনিংস এটিকে পরিণত করেছে এক স্মরণীয় অধ্যায়ে।আরো পড়ুন:লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগিবাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন সালিম লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগি এই ইনিংস খেলার মাধ্যমে ব্রিটস ভেঙে ফেললেন ভারতের স্মৃতি মান্ধানার রেকর্ড, এক...