পল্লী সঞ্চয় ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ ইয়াহইয়া তানহারের বিরুদ্ধে অনুমতি ছাড়া গোপনে একাধিকবার বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে পঞ্চম গ্রেডে কর্মরত এই কর্মকর্তা সরকারি আদেশ অনুযায়ী বিদেশ ভ্রমণের প্রয়োজনীয় বিধিবিধান অনুসরণ না করেই বিদেশে গিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি বিধি অনুযায়ী, কোনও কর্মকর্তা ব্যক্তিগত কারণে চিকিৎসা, পারিবারিক বা ধর্মীয় সফরের জন্য বিদেশ যেতে চাইলে ভ্রমণের অন্তত ১৫ দিন আগে ব্যাংকের নির্বাহী প্রধানের প্রত্যয়নসহ নির্ধারিত ফরমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদন করে সরকারি আদেশ (জিও) গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে এসব নিয়মের তোয়াক্কা না করেই একাধিকবার বিদেশ সফর করেছেন ইয়াহইয়া তানহার। ব্যাংক সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমতি ছাড়া তিনি—২০২৩ সালের ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কানাডা, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি...