আসরে প্রথম ম্যাচে আউট হয়েছিলেন অল্প রানে। পরের ম্যাচেই আবার স্বরূপে ফিরলেন তাজমিন ব্রিটস। এই বছরে আরেকটি সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকা ওপেনার নাম লেখালেন রেকর্ড বইয়ে। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ম্যাচ জয়ী ১০১ রানের ইনিংস খেলেন ব্রিটস। ইন্দোরে তার ৮৯ বলের ইনিংসটি গড়া ১৫ চার ও এক ছক্কায়। এই সংস্করণে চলতি বছর তার পঞ্চম সেঞ্চুরি এটি, প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে পাঁচবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। ৩৪ বছর বয়সী ব্রিটস ভেঙে দিলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার রেকর্ড। মান্ধানা এক পঞ্জিকাবর্ষে চারটি ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পান দুই দফায় (২০২৪ ও ২০২৫)। চলমান বিশ্বকাপে মান্ধানার সামনেও সুযোগ আছে ব্রিটসের পাশে বসার। ব্রিটস ওয়ানডেতে এই বছরের শুরুটাই করেন সেঞ্চুরি দিয়ে। গত এপ্রিলে ত্রিদেশীয় সিরিজে কলম্বোয়...