দেশের কর জিডিপির হার 'কাঙ্খিত' স্তরে নিতে কাঠামোগত জায়গায় কী ধরনের পরিবর্তন আনতে হবে, সেই সুপারিশমালা তৈরি করতে 'জাতীয় টাস্কফোর্স' গঠন করেছে সরকার। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এক প্রজ্ঞাপনে নয় সদস্যের এ টাস্কফোর্স গঠনের তথ্য দেয়। এতে সভাপতি করা হয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান জায়েদী সাত্তারকে। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান বা সাবেক কাউকে এখানে রাখা না হলেও আইআরডির যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান পাটওয়ারীকে টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে অর্থ উপদেষ্টার কাছে চুড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এর কার্যক্রম সমাপ্ত হবে। এর আগে গত সপ্তাহে ‘বিদ্বেষ’ থেকে এনবিআরকে বিলুপ্ত করে ২ ভাগ করা হলে জাতির জন্য ‘ভয়ংকর’ পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করার পরদিন সংস্থাটির সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ‘বিলুপ্ত’ করে আইআরডি।...