নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের কাছে ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড সফলভাবে প্রেরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র অনুযায়ী, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে এই অর্থ সরাসরি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে বিএফটিএন সিস্টেমের মাধ্যমে পাঠিয়েছে। এদিকে, আলোচ্য অর্থবছরের জন্য এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। পরবর্তীতে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে এই ডিভিডেন্ড অনুমোদন করেন। অনুমোদনের পর নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করার মধ্য দিয়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে। বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, নিয়মিতভাবে ডিভিডেন্ড প্রদান করা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এশিয়া...