দক্ষিণ সুদানের লোপিত পর্বতমালার পশ্চিমের প্রত্যন্ত গ্রাম লোহোবোহোবো। কৃষিনির্ভর এ গ্রামে বৃষ্টি মানেই ফসলের জীবনরক্ষা। আর বৃষ্টি আনার দায়িত্ব ছিল স্থানীয় ‘রেইনমেকার’ সলোমন অতুরের ওপর। বহু বছর ধরে প্রার্থনা ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে বৃষ্টি নামানোর চেষ্টা করতেন তিনি। কিন্তু কয়েক বছরের ধারাবাহিক খরায় ফসল নষ্ট হয়ে খাদ্যসংকট দেখা দেয়, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। শেষ পর্যন্ত কুসংস্কারের বলি হন অতুর। গ্রামের নেতারা অতুরের কাছে বৃষ্টি না হওয়ার ব্যাখ্যা চান। তিনি কোনো উত্তর দিতে না পারায় ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান। কিন্তু সেখানেও শেষরক্ষা হয়নি তার। কয়েকজন যুবক তাকে জোর করে গ্রামে ফিরিয়ে আনে। এরপর ২০২৪ সালের অক্টোবরের শুরুর দিকে গ্রামে ফেরার পরের দিন সকালে তাকে জীবন্ত কবর দেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে বলেন, “অতুর কোনো প্রতিরোধ করেননি। তাকে গ্রাম থেকে...