আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, ভালো নির্বাচন ছাড়া উপায় নেই।সোমবার আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয় তিনটি জাতীয় নির্বাচন ভোটারবিহীন হওয়ায় ইসির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এ আস্থা ফিরিয়ে আনতে পারলে ইসি সফল হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অপপ্রচার ও গুজব মোকাবিলা করাই হবে ইসির জন্য বড় চ্যালেঞ্জ। ভোটের অনিয়ম ঠেকাতে সামাজিক কমিটি গঠনের পরামর্শ দেন তারা।সিইসি বলেন, আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য বারবার বলছি। আপনাদের সহযোগিতা...