গ্রাহকের কিস্তির টাকা বিনিয়োগ করে গত এক বছরে ১৬ কোটি ৩৩ লাখ চার হাজার ২৩ টাকা মুনাফা করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সম্মেলন কক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় মুনাফাসহ অন্যান্য অগ্রগতির তথ্য উপস্থাপন করা হয়। পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। পেনশন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। সভার আলোচ্য সূচির বরাত দিয়ে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেনশন স্কিমে জমা অর্থ থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে মুনাফা হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা ৭৭ পয়সা। মুনাফার এই পরিমাণ পরিচালনা পর্ষদে অনুমোদিত হওয়ায় বিনিয়োগ সময়কালের ভিত্তিতে হিস্যা অনুযায়ী বিনিয়োগ মুনাফা বিনিয়োগকারীদের পেনশন হিসাবে জমা করার সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকরা তাদের পেনশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার...