পরিচালক ও সভাপতি পদে নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভাও হয়ে যায় সোমবার রাতে। পরে সেই সভা মুলতুবি করা হয়, যা আবার শুরু হবে মঙ্গলবার দুপুর ১২টায়। অনেকটা নাটকীয়ভাবে ফারুক আহমেদের বিদায়ের পর গত ৩০ মে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন আমিনুল। সেটি যতটা চমকপ্রদ ছিল, এবার নতুন বোর্ডে তার সভাপতি হওয়া ছিল আরও বেশি অনুমিত। বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর তিনিই যে আবার সভাপতি হচ্ছেন, এটা নিশ্চিত হয়ে যায় নির্বাচনের কদিন আগেই। তার দায়িত্বের মেয়াদ চার বছরের। চার মাস আগেও এমন কিছু অভাবনীয় বলেই তিনি বার্তা দিয়েছিলেন। তখন জোর দিয়েই বলেছিলেন, স্বল্প মেয়াদে কাজ করতেই তিনি এসেছেন। তার সেই মনোভাব যে বদলে গেছে, তা এখন আর আলাদা করে বলার প্রয়োজন নেই। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বললেন,...