ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এ পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে না।সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রেজাউল করীম বলেন, একটি দল বলে তারা নাকি পিআর বুঝে না। পিআর যারা বুঝে না তাদের রাজনীতি করার দরকার কী? আসলে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে পারবে না, স্বৈরাচার, ফ্যাসিস্টের আচরণ করতে পারবে না বলে পিআর নিয়ে আবলতাবল বকছে।ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক আন্দোলনের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুসাব্বির রুনু, জেলা জামায়াতের আমির...