নানান নাটকীয়তার পর অবশেষে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষ দিকে এসে নিরুত্তাপ হয়ে পড়া এই নির্বাচন শেষে আলোচনায় চলে এসেছে একটি পদ। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত হয়েছিলেন পরিচালক ইসফাক আহসান, যিনি ছিলেন যুবলীগ নেতা, ২০২৪ এর নির্বাচনে যিনি আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন। গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দলের মনোনয়ন চাওয়া একজন বিসিবির পরিচালক পদে আসার পর সমালোচনা শুরু হয়। এরপর অবশেষে টনক নড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। বিসিবি পরিচালকের পদ থেকে অবশেষে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। বিষয়টি যমুনা টিভিকে জানিয়েছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিসিবির নতুন বিতর্কিত পরিচালক ইসফাক আহসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এনএসসির। নতুন পরিচালকের নাম ঘোষণা আসবে মঙ্গলবার।’ জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায় নির্বাচিত হয়েছিলেন এম ইসফাক আহসান। সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয়...