পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি করলে উপকৃত হবে ভারত। এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা বিশেষজ্ঞ সরকারি প্রতিষ্ঠান ‘প্রিমাকভ ইনস্টিটিউট’-এর প্রধান পিয়েত্র টপিচকানভ। চীনের তৈরি যুদ্ধবিমান জেএফ-১৭ ব্যবহার করে পাকিস্তান। সেই যুদ্ধবিমানের জন্য পাকিস্তান ইঞ্জিন কিনতে চলেছে ভারতের বন্ধু রাশিয়ার কাছ থেকে। সম্প্রতি এমন কিছু খবরে বিতর্ক তৈরি হয়েছিল ভারতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যে ভারত-রাশিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সেখানে ভারতের শত্রুদেশ পাকিস্তানকে কীভাবে সামরিক সহযোগিতা দিতে রাজি হল রাশিয়া? প্রশ্ন উঠেছিল। এমন বিতর্কের মাঝে রাশিয়া প্রথমে জানিয়েছিল, এমন কোনও নিশ্চিত চুক্তি হয়নি পাকিস্তানের সঙ্গে। তবে রুশ বিশেষজ্ঞ পিয়েত্র টপিচকানভ এবার দাবি করলেন, পাকিস্তানকে রাশিয়ার যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির খবর যদি সত্যও হয় তাহলে লাভ ভারতেরই। ভারতের দু’টি লাভ আছে এতে। ভারতীয় পত্রিকা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে পিয়েত্র...