সমবেত প্রার্থনা, ছোয়াইং দান ও ধর্মীয় দেশনার মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলীকে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে বিহারে বিহারে ছোয়াইং দান সমবেত প্রার্থনা ও ধর্মীয় দেশনায় অংশ নেন বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষ, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। প্রবারণা ঘিরে পাহাড়ি পল্লিগুলোতে চলছে নানা আয়োজন। ফানুস ওড়ানো, পিঠা তৈরি, সহ ২দিনব্যাপী চলবে এ উৎসব। তাই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে বিরাজ করছে সাজ সাজ রব। গতকাল সোমবার ১ম দিন ওড়ানো হয়েছে প্রবারণা পূর্ণিমার প্রধান আকর্ষণ ফানুস বাতি। এসময় সকল ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয়েছে উপজেলার বিহার গুলো । তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নির্বিঘ্নে উৎসব পালন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজস্থলী...