সেরিব্রাল পালসি (Cerebral Palsy বা CP) হলো এক ধরনের স্নায়বিক বিকাশজনিত সমস্যা, যা শিশুর মস্তিষ্কে জন্মের আগে, জন্মের সময় বা জন্ম-পরবর্তী জটিলতার কারণে সৃষ্টি হয়। মস্তিষ্কের যে অংশটি নড়াচড়া ও পেশী নিয়ন্ত্রণের কাজ করে, সেটি ক্ষতিগ্রস্ত হলে শিশুর পেশী নিয়ন্ত্রণ, ভারসাম্য ও চলাফেরার স্বাভাবিক ক্ষমতা ব্যাহত হয়। কারও ক্ষেত্রে হাঁটতে অসুবিধা হয়, কারও হাত-পায়ের নড়াচড়া সীমিত হয়ে পড়ে, আবার কারও কথা বলার বা খাওয়ার দক্ষতাও প্রভাবিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি ১০০০ শিশুর মধ্যে গড়ে ২-৩ জন সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়। বৈশ্বিক গড়ে এই হার প্রতি ১০০০ জীবিত জন্মে ১ দশমিক ৫ থেকে ৪ জনের মধ্যে ওঠানামা করে। অপরিণত বা কম ওজনের নবজাতকের ঝুঁকি তুলনামূলক বেশি। সাম্প্রতিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, উন্নত দেশগুলোতে প্রাক-প্রসব সেবা ও নবজাতক চিকিৎসার অগ্রগতির...