রাজধানীতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাহিনুর (৫২) নামে চাকরিচ্যুত এক সেনাসদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের টহলদল অভিযান পরিচালনা করে আগারগাঁওয়ের এলজিইডি ভবন থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট শাহিনুর নিজেকে ডিজিএফআইয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এলজিইডি ভবনে প্রবেশ এবং সেখানে লোক নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এলজিইডির পরিচালক বিষয়টি সন্দেহজনক মনে করে সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিত হন, শাহিনুর নামের কোনো কর্মকর্তা সংস্থাটিতে কর্মরত নেই। তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষ শেরে-বাংলা আর্মি ক্যাম্পকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। বিষয়টি জানতে চাইলে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে অভিযোগ আসে, এক ব্যক্তি নিজেকে...