বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানবাধিকার বিভাগ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত রিপোর্টে বিচার বহির্ভূত হত্যার ঘটনা তুলে ধরা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা ৫টি বিচার বহির্ভূত ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হন। ৪৩টি গণপিটুনীর ঘটনায় ২৪ জন নিহত ও ৩২ জন আহত হন। এ ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো ধরনের গুমের ঘটনা ঘটেনি।রাজনৈতিক সহিংসতায় মোট ৪২টি সংঘর্ষ হয়। এতে ৩০৪ জন আহত ও ৯ জন নিহত হন। রাজনৈতিক সহিংসতার বর্ণনায় প্রতিবেদনে বলা হয়, নিজেদের মধ্যে ২৪ বার সংঘর্ষে জড়ায় বিএনপি, এতে ৭ জন নিহত এবং ১৯২ জন আহত হওয়ার কথা তুলে ধরা হয়। বিএনপি ও আওয়ামী লীগ ৭ বার সংঘর্ষে জড়ায়, এসময় ১ জন নিহত ও ৪৩ জন আহত হন। এ...