সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে দলীয় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। বিভেদের রাজনীতি পরিহার করে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করলে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন, তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থনের গণজোয়ার তুলতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে...