মৌসুমি বায়ুর সক্রিয়তা কমেছে। এ অবস্থায় মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে সারা দেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে। বৃষ্টি কমতে পারে উজানে ভারতের অংশেও। এতে নদ-নদীর পানি কমে উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি ভ্যাপসা গরম বাড়তে পারে।সোমবার (৬ অক্টোবর) উত্তরাঞ্চলের নদী অববাহিকার বন্যা সম্পর্কিত এক বিশেষ বার্তায় পাউবো জানিয়েছে, গত ৪-৬ অক্টোবর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বেড়েছে।এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।সোমবার সন্ধ্যা ৬টায় তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে...