বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৭ বছর দেশে বহু আন্দোলোন হয়েছে, সংগ্রাম হয়েছে, বহু নির্যাতন হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে অনেক কিছু হয়েছে। এনাফ, আসুন আমরা একটা জায়গায় আসি। সব মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা কথা বলি। সোমবার (৬ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা বিএনপি নেতা মোতালেব আকনের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ও ইচ্ছাপূরণ করতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্ত্যেবে এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, এখানে আমরা অনেকেই উপস্থিত আছি। আজকে আমরা মোতালেব সাহেবকে দেখতে পাই উনি একটি হুইলচেয়ারে বসে আছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে কম-বেশি আমরা সবাই জেনেছি মোতালেব সাহেব কীভাবে রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে আহত হয়েছেন। প্রিয় সহকর্মীরা, আমি বহু বছর প্রবাসে আছি। থাকতে বাধ্য হয়েছি...