মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর পূর্ণ হলো। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ হত্যাকাণ্ড দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের সৃষ্টি করে। এ হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছেন। আবরারের পরিবার আশা করছে, হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল থাকবে। তারা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দেখতে আগ্রহী। প্রতিবাদমূলক ফেসবুক স্ট্যাটাসের কারণে আবরার ফাহাদকে হত্যার ঘটনা ঘটে। তিনি বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। হত্যাকাণ্ডের রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে আবরারকে পিটিয়ে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন, ৭ অক্টোবর, আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায়...