বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের সূচনালগ্নের অন্যতম নায়ক আমিনুল ইসলাম বুলবুল। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন তিনি।খেলোয়াড়ি জীবন শেষে তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা দেশের ক্রিকেটে কাজে লাগানোর ইচ্ছে তার। জানালেন, ক্রিকেট ডেভেলপমেন্টের প্রতি তার আকর্ষণের কথাও।তিনি বলেন, ‘আমি ক্রিকেট ডেভেলপমেন্টের (উন্নয়নের) প্রেমে পড়েছি। যারা নির্বাচিত হয়েছেন বা হননি, সবাইকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। ’নতুন বোর্ডের পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে ধারণা দিতে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটি নতুন বোর্ড পেয়েছি। আগামী চার বছরে বাংলাদেশের ক্রিকেটকে...