৫ অক্টোবর রোববার। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের পথে নেমে আসে লাখো মানুষের ঢল। ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরুদ্ধে রবিবার অনুষ্ঠিত হয় দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ বিক্ষোভ। যাতে অংশ নেয় প্রায় আড়াই লাখ মানুষ। বিক্ষোভকারীরা লাল পোশাক পরে সরকারের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ‘রেড লাইন মার্চ’ নামে এই বিক্ষোভে অংশ নেয় কমপক্ষে ১৩০টি মানবাধিকার সংগঠন। যার মধ্যে ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম নোভিব, প্যাক্স ও দ্য রাইটস ফোরাম। আয়োজকরা জানান, নেদারল্যান্ডস সরকার গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা বলেন, এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা ‘রেড লাইন’ অতিক্রমের সমান। মিউজিয়ামপ্লেইন...