নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের আর্থিক চিত্র সম্প্রতি উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ নিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭১২ কোটি টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের এই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির নিরীক্ষক প্রতিবেদনটি প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে অপ্রকাশিত থাকা এই আর্থিক প্রতিবেদন বাজারে নতুন আলোচনা ও আশঙ্কা তৈরি করেছে। বিনিয়োগকারীরা মন্তব্য করেছেন, এত বড় মূলধন ঘাটতির খবর দীর্ঘ চার বছর গোপন রাখা একটি গুরুতর আস্থাহীনতার ইঙ্গিত। নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে উত্তরা ফাইন্যান্সের সুদ বাবদ লোকসান হয়েছে ৬১ কোটি ১৮ লাখ টাকা, এবং পরিচালন লোকসান দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩২ লাখ টাকা। বছর শেষে কর পরবর্তী...