চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, অযাচিত হস্তক্ষেপসহ শাখা ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে শাখা ইসলামী ছাত্রীসংস্থা। একইসঙ্গে নারীবান্ধব ক্যাম্পাস গঠনে সাত দফা ইশতেহার ঘোষণা করেছে সংগঠনটি। সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও ইশতেহার তুলে ধরা হয়।আরো পড়ুন:চাকসু: নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের দাবি বৈচিত্রের ঐক্য প্যানেলেররাকসু: অভিনব সাজে নির্বাচনী প্রচারে এক প্রার্থী চাকসু: নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের দাবি বৈচিত্রের ঐক্য প্যানেলের লিখিত বক্তব্যে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস সানজিদা বলেন, “শাখা ছাত্রদল রবিবার (৫ অক্টোবর) আমাদের ও এক হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। আমরা সেই অভিযোগের প্রতিবাদ জানাতে এবং নারীবান্ধব ক্যাম্পাস গঠনের ইশতেহার প্রকাশ করতে এখানে এসেছি।” সংবাদ সম্মেলনে...