বিনোদন ডেস্কঃবলিউড অভিনেতা আরবাজ খান ও সুরা খানের ঘরে কন্যাসন্তান আসার খবরে খান পরিবারে বইছে আনন্দের বন্যা। তবে, নেট দুনিয়ায় এক অপ্রত্যাশিত বিতর্ক তৈরি হলো আরবাজ ও মালাইকা অরোরার ছেলে আরহান খানকে ঘিরে। সদ্যোজাত সৎ বোনকে হাসপাতালে দেখতে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হতেই আরহান খানকে ঘিরে সমালোচনা শুরু করেছেন নেটিজেনদের একাংশ। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ২২ বছর বয়সী আরহানকে কালো টি-শার্ট ও ক্যাজুয়াল প্যান্টে হিন্দুজা হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। এ ভিডিও ভাইরাল হতেই একশ্রেণি যেমন তার প্রশংসা করেছেন, তেমনি অনেকে কটাক্ষ করতে ছাড়েননি। কেউ লিখেছেন, সৎ বোনের জন্মে এত উৎসাহী কেন? আবার কেউ ব্যঙ্গ করে বলেছেন, বাবা নতুন জীবন শুরু করেছে, তুমি কী করছো? তবে, সমালোচনার মাঝেও অনেকেই আরহানের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তাদের মতে, সম্পর্কের বদল মানেই বন্ধন শেষ...