পায়ের পেশিতে চোট নিয়েই ৯০ মিনিট খেললেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শুধু তাই নয়, বেশ কয়েকটি শর্ট সেভ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলিকে ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামে চোটাক্রান্ত পায়ের পেশির একটি ছবি শেয়ার করেন মার্টিনেজ। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘পায়ের পেশিতে টান? কোনো সমস্যা নেই!’ জানা গেছে, ইউরোপা লিগে ফেয়েনুর্ডের বিপক্ষে ম্যাচের আগের ওয়ার্ম-আপের সময় তিনি এই চোট পান। এই ম্যাচে অ্যাস্টন ভিলার হয়ে জোড়া গোল করেন ডনিয়েল মালেন। অন্যদিকে, বার্নলির একমাত্র গোলটি আসে ৭৭ মিনিটে উগোচুকুর হেড থেকে। তবে পুরো ম্যাচে কয়েকটি দুর্দান্ত সেভ দলের জয় নিশ্চিত করেছেন মার্টিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে আরেক আর্জেন্টাইন এমিলিয়ানো বুয়েন্দিয়াও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে মাথায় আঘাত পেয়ে...