তুরস্ক বাংলাদেশে জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচির সঙ্গে বিএনপির বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। তুরস্কও সেই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও নির্বাচনপরবর্তী ‘আগামীর বাংলাদেশ’ দেখতে চায়, সেই সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী কীভাবে করা যায়, তা নিয়েও আমরা আলোচনা করেছি। সবার মতো তার্কিও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলেদই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।দুই দিনের সফরে সোমবার সকালে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন। দুপুর ২টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও ছিলেন দলের স্থায়ী...