০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে সাংগঠনিক তৎপরতা চালানো, অনলাইনে দলীয় প্রচারণা ও সাম্প্রতিক হরতালে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে নড়িয়া থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও জুলিয়া হাসান পারুল সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি তিনি গোপনে বৈঠক আয়োজন ও স্থানীয়ভাবে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া গত ২০ জুলাই নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা–শরীয়তপুর মহাসড়কে হরতালের সময় সড়ক অবরোধ ও গাছ পোড়ানোর...