কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় এক মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকেলে জেলার অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন মাদক কারবারি একটি মোটরসাইকেলে করে এলাকায় ঘুরছিল। তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা ধাওয়া করে। এসময় তিনজনের মধ্যে দুইজন পালিয়ে যায়, আর একজনকে আটক করে উপস্থিত জনতা। পরে একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।আটককৃত ব্যক্তি অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকার নেশের আলীর ছেলে ইমন মিয়া (২০)।খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, "স্থানীয়দের সহায়তায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পালিয়ে...