গাইবান্ধার ফুলছড়িতে ভিন্ন ধর্মের তরুণ-তরুণীর একটি বিয়ে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিয়ের পর থেকে ঢাকায় সংসার পাতা এই দম্পতি রবিবার (৫ অক্টোবর) প্রথমবারের মতো গ্রামে আসেন। উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ উদাখালি গ্রামে স্বামী লিটন চন্দ্র সরকারের (২৮) বাড়ি। তার গ্রামেই তাদের নিয়ে উত্তেজনা তৈরি হয়, যা শেষপর্যন্ত থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে।আরো পড়ুন:যীশুখ্রিষ্টকে বিয়ে করে কুমারী থাকার শপথ নিচ্ছেন নারীরামাসে একবার সাক্ষাতের সুযোগ, আদালত প্রাঙ্গণে অশ্রুসিক্ত বাবার কোলে শিশু যীশুখ্রিষ্টকে বিয়ে করে কুমারী থাকার শপথ নিচ্ছেন নারীরা মাসে একবার সাক্ষাতের সুযোগ, আদালত প্রাঙ্গণে অশ্রুসিক্ত বাবার কোলে শিশু লিটনের স্ত্রী সুরজিনা বেগম (২২)। তার বাড়ি রংপুর জেলার গংগাচড়ার ভোটকা গ্রামে। বিয়ের আগে থেকে লিটন ও সুরজিনা ঢাকায় থাকতেন। তাদের প্রেম ছিল, প্রেম থেকে পরিণয়। সংসার পেতেছিলেন তারা। লিটন তার স্ত্রীকে নিয়ে গ্রামে...