গাজা যুদ্ধবিরতির লক্ষ্য ইসরায়েলের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করার জন্য হামাসের প্রতিনিধি দলটি মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে পৌঁছেছে। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে এই শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে মিশর এবং কাতার। ইসরায়েলের প্রতিনিধিদেরও সোমবার মিশর পৌঁছানোর কথা রয়েছে। ফিলিস্তিনি ও মিশরীয় কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন যে, প্রথম দফার আলোচনায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তি এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা পাঠানোর মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। তাদের মধ্যকার আলোচনার মাধ্যমে দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনা দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...