হাতে কাজ থাকুক বা না থাকুক এমনকি অসুস্থ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন না চিত্রনায়িকা পরীমনি। যখন যা মন চায়, সেটাই তুলে ধরেন স্যোশাল মিডিয়ায়। আর তিনি যা পোস্ট করেন, তাতেই লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। পরীমনি মানেই দর্শকের নড়েচড়ে বসা, নতুন কোনো চমকপ্রদ কিংবা চটকদার খবরের অপেক্ষা। ভক্ত ও দর্শকের সেই আশা কিছুটা পূরণ করতে এবার জেলজীবন ও রিমান্ডের সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। পরীমনি বলেন, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি বার বার করেছে- তিনি কাউকে শত্রু মনে করেন কিনা এবং কারও নাম বলতে চান কিনা। অভিনেত্রী বলেন, আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, তো উনারা শুধু একটা কোশ্চেন করছিল যে আপনার কি কাউকে আপনার শত্রু মনে হয়? কাউকে শত্রু, কারও...