সিলেট নগরের বৃহৎ জলাধার ধোপাদিঘীর সব মাছ মারা গেছে। দিঘীর জলে ভেসে ওঠেছে মরা মাছ। মরা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এতে করে ধোপাদিঘী ওয়াকওয়ে বন্ধ ঘোষণা করেছে ইজারাদার কর্তৃপক্ষ। তবে একসঙ্গে এতো মাছ কীভাবে মারা গেলো এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, গতকাল রোববার রাত থেকেই ধোপাদিঘীতে মরা মাছ ভেসে উঠতে শুরু করে। সোমবার,(০৬ অক্টোবর ২০২৫) দুপুরে ওই দিঘীতে গিয়ে দেখা যায়, জাল দিয়ে মরা মাছ দিঘী থেকে তোলা হচ্ছে। নৌকায় করে করে এসব মাছ পাড়ে নিয়ে আসা হচ্ছে। রাত থেকেই এসব মাছ অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। তবে এখনও কয়েকটি নৌকা ভর্তি মাছ ওই এলাকায় রয়ে গেছে।এদিকে, মরা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ধোপাদিঘীর পাড় এলাকায়। এতে ধোপাদিঘীর পাড় ওয়াকওয়ে বন্ধ ঘোষণা করেছে ইজারাদার কর্তৃপক্ষ। ওয়াওয়ে বন্ধ...