চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অভিযোগকে ভিত্তিহীন ও অযাচিত বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা চবি শাখা। সংগঠনটির নেত্রীদের ভাষায়, ছাত্রদল মিথ্যাচারের আশ্রয় নিয়ে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রী সংস্থার নেত্রীরা। এসময় তারা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গঠনের সাত দফা ইশতেহারও ঘোষণা করেন। লিখিত বক্তব্যে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রদল গতকাল আমাদের এবং এক হল প্রভোস্টের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। আমরা সেই অভিযোগের প্রতিবাদ জানাতে এবং নারীবান্ধব ক্যাম্পাস গঠনের ইশতেহার প্রকাশ করতে এখানে এসেছি। তিনি আরও বলেন, আগস্টে শিক্ষার্থীদের অনুরোধে ছাত্রী হলে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি ফার্স্টএইড বক্স সরবরাহ করা হয়েছিল। এটি কোনো নির্বাচনী...