০৬ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম লক্ষ্মীপুরে নিজ শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পিতা ফারক হোসেন (২৫)। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুটির নাম ফারিহা সুলতানা (৫)। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে ওই গ্রামের কাদের মাঝির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক মাদক সেবন করতো। ঘটনার আগে পরিবারের লোকজনের সাথে তার কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে জখম করে বাড়ির পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। এতে শিশুটির মৃত্যু হয়। তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান বলেন, নিজ শিশুকন্যাকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে। পরে তাকে বাড়ির লোকজন...