আগামী সংসদ নির্বাচন ‘ভালো না হওয়ার’ কোনো সুযোগ নেই মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘এটা একটা জাতীয় নির্বাচন এবং জাতীয়ভাবেই আমরা করতে চাই।’ এই নির্বাচন ইসির একার পক্ষে এককভাবে সামাল দেয়া সম্ভব হবে না মন্তব্য করে সিইসি বলেন, ‘এই নির্বাচনটা কিন্তু দেশের ভবিষ্যত নির্ধারণ করে দেবে। নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ আমাদের সামনে নেই। সুতরাং, সবাই মিলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।’ সোমবার, (০৬ অক্টোবর ২০২৫) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুরুতে সিইসি এ মন্তব্য করেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনারা মানুষের মতামত তৈরি করার কারিগর। আমরা সেই সুযোগটা নিতে চাই। এই নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে একসঙ্গে এগিয়ে যেতে চাই।’ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ...