মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ এক ম্যাচ হয়েছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যে। ভারতের ইন্দোরে বড় জয় পেয়েছে প্রোটিয়া মেয়েরা, কিউইদের হারিয়েছে ৬ উইকেটে, ৫৫ বল হাতে রেখে। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে গুঁড়িয়ে যাওয়ার ব্যর্থতা কিউইদের বিপক্ষে পুষিয়ে দিয়েছে দলটি। সোমবার টসে জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৪৭.৫ ওভারে ২৩১ রান তুলে অলআউট হয়। জবাবে ৪০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজে ম্যাচ জিতে নেয় সাউথ আফ্রিকা। ঝড়ো সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন ওপেনার তাজমিন ব্রিটস। নিউজিল্যান্ডের ইনিংসে ৯৮ বলে সর্বোচ্চ ৮৫ রান করেন সোফি ডিভাইন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন ব্রুক হ্যালিডে। ওপেনার জর্জি প্লিমার করেন ৩১। সব উইকেট হারিয়ে ২৩১ রান তোলে কিউইরা। ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন এনক্লকো ম্লাবা। জবাবে নেমে ওপেনার...