চট্টগ্রামের হালিশহর সিজিপিওয়াই এলাকায় রেলওয়ের কবরস্থান, মসজিদ, শতবর্ষী মাজার ও জলাশয় রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।সোমবার (০৬ অক্টোবর) বন্দর হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।সমাবেশে আন্দোলনকারীরা বৃহস্পতিবার (০৯ অক্টোবর) পর্যন্ত আলটিমেটাম দেন। তারা বলেন, দাবি মেনে কবরস্থান, মসজিদ ও মাজার সংরক্ষণের লিখিত আদেশ না দিলে রেলের পূর্বাঞ্চল অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে সারা দেশের রেল অফিসে কর্মবিরতি ও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।বক্তারা অভিযোগ করেন, রেলওয়ের ২১ দশমিক ২৯ একর জমি বিতর্কিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য লিজ দেওয়া হয়েছে।ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি হেফাজতেরঅথচ এই জমির মধ্যে রয়েছে ৩২ বছরের পুরোনো সিজিপিওয়াই কবরস্থান, যেখানে ৪৫০টির বেশি কবর, একটি মসজিদ, শতবর্ষী হজরত কুতুব বিল্লাহ শাহর (রহ.) মাজার...