খুলনার ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর করা অবস্থায় ডুবে গেছে সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’। সোমবার (০৬ অক্টোবর) সকালে নদীতে জোয়ারের সময় ভারসাম্য হারিয়ে জাহাজটি পানির নিচে চলে যায়।জানা গেছে, জাহাজটি খুলনার কাস্টম ঘাট-সংলগ্ন একটি ডকইয়ার্ডে মেরামতের জন্য নোঙর করা ছিল। রোববার (০৫ অক্টোবর) রাত থেকেই সেটি ধীরে ধীরে কাত হতে শুরু করে এবং পরদিন সকালে পুরোপুরি ডুবে যায়।‘এমভি জিলান’ সুন্দরবনে পর্যটনসেবার সঙ্গে জড়িত ‘রেইনবো ট্যুরস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, ‘জাহাজটির এসি ও বাথরুমসহ অভ্যন্তরীণ কিছু মেরামতের কাজ চলছিল। অসাবধানতাবশত বাথরুমের একটি পাইপলাইন খোলা ছিল, সেখান দিয়ে পানি ঢুকে পড়ে। পানি প্রবেশের পর সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’জাহাজের মালিকপক্ষের প্রতিনিধি মো. জামিল জানান, ‘জাহাজটিতে গোসলের পানি লোড দেওয়া...