পূজা উদযাপনে ঝিনাইদহে চাচার শ্বশুরবাড়িতে গিয়ে মদপানে মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মেধাবী ছাত্রী নন্দিনী রানী সরকারের। গতকাল রোববার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, মদপানে মারা গেলেও নন্দিনীর মৃত্যু নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। শুরুতে পরিবার মদপানের কথা জানালেও এখন আর কেউ মুখ খুলছেন না। বান্ধবীদের সঙ্গে মদপান করেছেন- বলা হলেও নন্দিনীর সঙ্গে আসলে কারা ছিল, কে মদ সরবরাহ করেছে বা অন্যরা মদপান করলেও তারা কেন অসুস্থ হলেন না-এসব প্রশ্নের সঠিক উত্তর মিলছে না। নানাবাড়ির লোকজন এবং এলাকাবাসীও এ নিয়ে আর কোনো কথা বলতে রাজি হচ্ছেন না। ধারণা করা হচ্ছে, নন্দিনীর সঙ্গে যারা যারা ছিল, পরিচয় প্রকাশ পেলে তারাও ফেঁসে যেতে পারে। এজন্য তারা নন্দিনীর নানাবাড়ির লোকজনকে পুলিশকে তথ্য না...